রংপুরের কাউনিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় অখিল চন্দ্র শীল (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১৩ মার্চ) বিকালে উপজেলার বেইলী ব্রিজ এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অখিল চন্দ্র শীল পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের নরসিংহ গ্রামের মৃত রজনীকান্ত চন্দ্র শীলের ছেলে। বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানা পুলিশের এসআই (উপপরিদর্শক) আব্দুল মোমেন জানান, রোববার বিকেল ওই ব্যক্তি শহীদবাগ এলাকায় অস্টপ্রহরের মহাযজ্ঞ অনুষ্ঠান শেষে ফিরছিলেন।
এসময় বেইলী ব্রিজ এলাকায় মহাসড়ক পার হতে গিয়ে একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে মারা যান তিনি। ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যায়। তবে ওই অ্যাম্বুলেন্সটি আটক করা হয়েছে।