অবশেষে সব উৎকণ্ঠার অবসান ঘটিয়ে ১২০ টাকায় চাকরি পেলেন ৮০ জন। বুধবার (৩০ মার্চ) রংপুর জেলার পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী অপেক্ষমান প্রার্থী ও অভিভাবকদের মাঝে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ- ফেব্রুয়ারি/২০২২ এর প্রাথমিকভাবে নির্বাচিতদের ফলাফল ঘোষণা করেন। এসময় নিয়োগ কমিটির সদস্যবৃন্দ, রংপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত প্রার্থী ও অভিভাবকরা যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকায় বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পাওয়ায় বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় নির্বাচিত প্রার্থীরা অনুভূতি প্রকাশ করতে গিয়ে আনন্দে কেঁদে ফেলেন। এক প্রার্থী বলেন, আমার বাবা গরীব কৃষক, অনেকেই বলেছিলো টাকা ছাড়া চাকরি হবে না, কিন্তু আমি হাল ছাড়িনি। বাংলাদেশ পুলিশ মাত্র ১২০ টাকায় চাকরি দেয়ায় আমার মতো গরীব কৃষকের ছেলের চাকরি হয়েছে।
এসময় সেখানে উপস্থিত তার বাবা-মাও ছেলের চাকরির আনন্দে কেঁদে ফেলেন। অপর এক প্রার্থী বলেন, আজকে ভাইভা দেয়ার পর থেকেই মনে হচ্ছিলো আমি টিকবো। আমার লিখিত পরীক্ষাও ভালো হয়েছিলো অনেকের কাছে নানারকম গুজব শুনে ভয় পেয়েছিলাম আমার হবে কিনা। কিন্তু আজকে রেজাল্ট পেয়ে আমার সব শঙ্কা উড়ে গেছে। টাকা আর তদবির ছাড়া যে সরকারি চাকরি হয়, বাংলাদেশ পুলিশ তার প্রমাণ।
বাদ পড়া প্রার্থীদের একজন বলেন, ভাইভায় না টিকে খারাপ লাগছে, কিন্তু যে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ হয়েছে, তাতে আর আক্ষেপ নেই। এভাবেই যদি সব চাকরির নিয়োগ হয় তবে প্রার্থীদের আর দালাল বা প্রতারকদের খপ্পড়ে পড়তে হবে না, চাকরি পেতে টাকা বা তদবির লাগবে না। উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের জন্য রংপুর জেলার ৮০টি আসনের বিপরীতে প্রায় ২৮০০ প্রার্থী অনলাইনে আবেদন করেন। এবারে নিয়োগ ৩টি ধাপে অনুষ্ঠিত হয়।
আবেদন যাচাই বাছাইয়ের পর যোগ্য প্রার্থীরা প্রথম ধাপে গত ১২ থেকে ১৪ মার্চ ৭টি ধাপের শারীরিক যোগ্যতা যাচাই ও মাঠ পরীক্ষায় অংশ নেন। পরে সেখান থেকে ৬৭৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে দ্বিতীয় ধাপে গত ২০ মার্চ লিখিত পরীক্ষায় অংশ নেন। সেখান থেকে পুলিশ হেডকোয়ার্টারে লিখিত পরীক্ষায় খাতা মূল্যায়নের পর ২৫৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়। পরবর্তীতে তৃতীয় ও চূড়ান্ত ধাপে গত ২৯ মার্চ ২৫৯ জন প্রার্থীর মধ্য থেকে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে সার্বিক মূল্যায়নে সাধারণ ও বিভিন্ন কোটায় ৮০ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।