গাছের ডাল কেটে চলে সংসার, প্রতিবন্ধী একরামুলের এক পায়ের যুদ্ধ
শৈশব, কৈশোর পেরিয়ে এখন যুবক একরামুল হক (৩২)। আর দশটা শিশুর মতোই স্বাভাবিক জন্ম হয়েছিল তারও। তবে কখনো সৌভাগ্য হয়ে ওঠেনি দুই পায়ে ভর দিয়ে হাঁটাচলা করার কিংবা দৌড়ানোর। হামাগুড়ি দিয়ে চলতে শেখা শিশু একরামুল কিছু বোঝার আগেই হারিয়ে ফেলেন দূরন্ত শৈশব-কৈশোরের সোনালী দিন। পোলিও রোগে আক্রান্ত হয়ে হারিয়ে ফেলেন একটি পায়ের কর্মক্ষমতা। তাই বলে … Read more